- sanatmitrathakur
- Nov 23, 2020
- 1 min read
Updated: Nov 24, 2020
রাধাভাবে ভোরা গোরা (#পর্ব_০৫)(চলবে)
*#রায়_রামানন্দ_ও_মহাপ্রভু_সংবাদ॥*
#মহাপ্রভু_বললেন—এই সাধ্যাবধি সুনিশ্চয়৷*
আগে-এই কান্তাপ্রেমের মধ্যে যদি কিছু বিশেষত্ব থাকে, তবে তা বল ৷
*#রায়_কহে— * ইহার মধ্যে রাধার প্রেম-সাধ্য শিরোমণি ৷ যাঁহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি ॥* (চৈ;চ;)
*#কান্তাপ্রেম শ্রীরাধার মধ্যে যতখানি বিকশিত হয়েছে, আর অন্য কোথাও এমন বিকশিত হয়নি ৷
*#প্রভু_কহে-আগে কহ,শুনি পাইয়ে সুখে ৷ অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে ॥*
*# রাধা লাগি গোপীরে যদি সাক্ষাৎ করে ত্যাগ ৷ তবে জানি রাধায় কৃষ্ণের গাঢ় অনুরাগ ॥*
*#রায়_কহে তাহা শুন প্রেমের মহিমা ৷ ত্রিজগতে নাহি রাধা প্রেমের উপমা ॥"* (চৈ;চ;)
*সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা ৷ রাধার কুটিল প্রেম হইল বামতা॥* (চৈ;চ;)
#সব গোপীর প্রতিই কৃষ্ণের যে ব্যবহার, রাধার প্রতিও সেই একই ব্যবহার দেখে রাধার মনে প্রেমের কুটিলতাবশত বাম্যভাব জন্মাল ৷ রসপুষ্টির জন্যেই প্রেমের এই কুটিলতা ৷
*"সম্যক্ সার বাসনা কৃষ্ণের রাসলীলা ৷রাসলীলা বাসনাতে রাধিকা শৃক্ষলা ॥"*
*তাঁহা বিনু রাসলীলা নাহি ভায় চিতে ৷মণ্ডলী ছাড়িয়া গেলা রাধা অন্বেষিতে ॥*
*ইতস্ততঃ ভ্রমি কাঁহা রাধা না পাইয়া ৷ বিষাদ করেন কামবাণে খিন্ন হইয়া ॥*
#শ্রীকৃষ্ণের_যত_বাসনা আছে, তাদের মধ্যে রাসলীলার বাসনাই সর্বাপেক্ষা প্রধান বাসনা ৷ এই রাসলীলার শৃঙ্খল বা শিকলই হলেন শ্রীরাধা ; তাঁকে ছাড়া রাস লীলা অসম্ভব ৷
#তাঁকে (শ্রীরাধা) বিনা প্রকাশ পায় না ; স্ফুরিত হয় না ; ভালো লাগে না ৷
#এই_কাম (কামবাণ) প্রাকৃত কাম নয় ; এ প্রেমেরই বৈচিত্রী বিশেষ ৷ শ্রীরাধার প্রতি প্রেমজনিত উৎকণ্ঠাকেই এখানে *কামবাণ* বলা হয়েছে ৷
*"শতকোটী গোপীতে নহে কাম নির্বাপণ ৷ ইহাতেই অনুমানি শ্রীরাধিকার গুণ ॥"*(চৈ;চ;)
#শতকোটি_ব্রজসুন্দরীর প্রেম একত্র করলে যা হয়, একা শ্রীরাধার প্রেম তার চেয়ে অনেক অধিক ৷ তাই শ্রীরাধার প্রেম *#সাধ্য_শিরোমণি* ৷।







