UA-199656512-1
top of page

"#ময়নাডালে_মহাপ্রভু !"

"(#পর্ব_০৩)"

#নৃসিংহবল্লভ_যে_মঙ্গল ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন সেই মঙ্গল বৈষ্ণব থেকে কি করে মঙ্গল ঠাকুর হলেন সেই বিষয়ে অালোকপাত করা যাক—


#মঙ্গল_ঠাকুর_মাত্র তিনজন বৈষ্ণবকে দীক্ষা দেন ৷ ময়নাডাল নিবাসী প্রাণনাথ অধিকারী ও নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর এবং বর্দ্ধমান জেলার কাঁকড়া গ্রাম নিবাসী শ্রী পুরুষোত্তম চক্রবর্তী ৷


"#অমোঘ_পণ্ডিত_হস্তিগোপাল_চৈতন্যবল্লভ ৷ #শ্রীযদু_গাঙ্গুলি_অার_মঙ্গল___বৈষ্ণব ॥" (ঠচৈ:চ:-১/১২/৮৬)"

#পণ্ডিত_গদাধর

গোস্বামীর অন্যতম ও শেষ শিষ্য এই মঙ্গল বৈষ্ণব ৷ মঙ্গল বৈষ্ণবের অাদি নিবাস মুর্শিদাবাদ জেলার কীরিটকোনা গ্রাম ৷ এই কীরিটকোনা গ্রাম '৫১'টি মহাপীঠের একটি ৷ সতী মস্তক হতে পতিত কীরিট অর্থাৎ চূড়া এই গ্রামকে ধন্য করেছিল ৷ অাজও এই গ্রামে দেবী কীরিটিশ্বরীর মন্দির বর্তমান ৷ এই গ্রামে এক চ্যাটার্জ্জী পরিবারে জন্মগ্রহণ করেন মঙ্গল চ্যাটার্জ্জী ৷ বাড়িতে গৌরগোপালের ও শালগ্রাম শিলার নিত্য সেবা ৷ যথারীতি বার বছর বয়সে বালক মঙ্গলের উপনয়ন হয় ৷ উপনয়নের পরই তাঁর মনে


বৈরাগ্যের উদয় হয় ৷ বালক মঙ্গল বিষয়-অাশয় ত্যাগ করে রাস্তায় বেড়িয়ে পড়লেন ৷ সঙ্গে নিলেন অারাধ্য গৌরগোপাল মূর্তি ও শালগ্রাম শিলা ৷ গঙ্গার তীর ধরে গৌরগোপালকে বক্ষে ধরে অাগলে হাঁটতে হাঁটতে বালক মঙ্গল উপস্থিত হলেন ভরতপুর গ্রামে এই ভরতপুর গ্রাম গৌর পার্ষদ পণ্ডিত গদাধর ঠাকুরের শ্রীপাট ৷ এখানেই গদাধর পণ্ডিতের সঙ্গে মিলিত হন বালক মঙ্গল ৷ বালকের অভূতপূর্ব ভক্তি-প্রেমে মুগ্ধ হয়ে হন গদাধর পণ্ডিত, এবং তাঁকে মন্ত্রে দীক্ষিত করেন ৷ মঙ্গল বৈষ্ণব হলেন গদাধর পণ্ডিতের সহচারী ৷ এর পর-পরই গদাধর পণ্ডিত চলে গেলেন শ্রীধাম নবদ্বীপে , অপরদিকে যুগলমন্ত্রে দীক্ষিত মঙ্গল বৈষ্ণবের হৃদয় প্রেমে ভক্তিতে পরিপূর্ণ হয়ে উঠল ৷

#তিনি_ভরতপুর

হতে অাবার হাঁটতে শুরু করলেন দক্ষিণ মুখে এবং উপস্থিত হলেন বর্দ্ধমান জেলার কান্দরা গ্রামের দক্ষিণে কিছু দূরে রাঢ়ীপুর গ্রামে ৷ তখন এই রাঢ়ীপুর গ্রাম ছিল সম্পূর্ণ জঙ্গলে ঢাকা নিরালা যা বৈষ্ণবদের সাধন ভজনের উপযুক্ত ৷ রাঢ়ীপুরে জঙ্গলে একটি ছোট্র পর্ণ-কুটীর তৈরী করে সেখানেই অারাধ্য গৌরগোপাল ও শালগ্রাম শিলা প্রতিষ্ঠা করে সাধন ভজনে মঙ্গল বৈষ্ণব নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করলেন ৷ ভিক্ষান্ন দ্বারা নিজের ও গৌরগোপালের সেবা সম্পন্ন করতে থাকেন ৷ এভাবেই দিন অতিবাহিত হয় ও বছরের পর বছর কেটে যায় ৷



#সর্ব্বনিয়ন্তা_গৌরহরির

কি ইচ্ছা মঙ্গল বৈষ্ণবের জীবনে এলো এক নতুন দিক ৷

#তৎকালীন বাংলার নবাব ছিলেন হুসেনসাহ৷

তিনি বিধর্মী হলেও হিন্দুধর্ম বিদ্বেষী ছিলেন না ৷ একদিন নবাব গৌরঅভিমুখে ফিরবার পথে কান্দরায় নবাবের পিপাসা পায় কিন্তু জলের সন্ধান না পেয়ে তিনি তৃষ্ণার্ত হৃদয়ে রাজধানী অভিমুখে রওনা দেন , কিন্তু কান্দরায় পুকুর খননের অাদেশ দিয়ে যান, এবং পুকুর খননের সময় সেখান থেকে উঠে এল রাধাবল্লভ মূর্তি, অার খবরও গেল নবাবের কাছে এবং নবাবের অাদেশে রাধাবল্লভের সেবাপূজোর ভার নেওয়ার জন্য কেউ রাজি থাকলে সেই ইচ্ছুক ব্যক্তিকে যথাসম্ভব জমি দান করা হবে এই বলে ঘোষণা করা হয় কিন্তু কেউ ইচ্ছা প্রকাশ না করায় নবাব অধিক চিন্তিত হন, কিন্তু ভক্ত বাঞ্ছা কল্পতরু গৌরহরি সর্ব্ব সঙ্কটের পরিত্রাতা স্বপ্নে নবাবকে মঙ্গল বৈষ্ণবের কথা অবহিত করলেন ৷

#পরদিন_প্রভাতেই নবাব দূত পাঠালেন মঙ্গল বৈষ্ণবের কাছে , এবং মঙ্গল বৈষ্ণবের কুটিরে স্থান পেল রাধাবল্লভ ৷ নবাবও প্রতিশ্রুতি মত জমি প্রদান করেন ৷ গৌরপ্রেমে পাগল মঙ্গল বৈষ্ণব নাম-কীর্তন সেবা পূজা ইত্যাদি নিয়ে দিনযাপন করতে থাকেন ৷

#সাময়িকভাবে সেবা পূজার ভার দিয়ে তিনি বৃন্দাবন গেলেন এবং বৃন্দাবন থেকে ফিরে এলেন ৷ সঙ্গে অানলেন বৃন্দাবন চন্দ্রের বিগ্রহ ৷

#তিনি_বৃন্দাবন_থেকে ফিরে এসে গৌরগোপাল, বৃন্দাবনচন্দ্র, ও রাধাবল্লভকে প্রতিষ্ঠা করলেন কান্দরা গ্রামে ৷ এই কান্দরা গ্রাম রাঢ়ীপুরের কাছেই অবস্থিত ৷

#নরহরি_চক্রবর্তী ভক্তি রত্নাকর গ্রন্থে লিখেছেন—

"#রাঢ়দেশ_কান্দরা_নামেত_হয় ৷

#তথায়_বসতি_মঙ্গলের_অালয়॥"

#সন্ন্যাস_গ্রহণের তিনদিন পর শ্রীচৈতন্যদেব বক্রেশ্বর দর্শন ও রাঢ়দেশ পরিভ্রমণের উদ্দেশ্যে কাটোয়া হতে যাত্রা শুরু করেন—


"#প্রভু_বলেন_বক্রেশ্বর_অাছেন যে বনে ৷ তথাই যাইমু মুঞি থাকিমু নির্জ্জনে॥#দিন_অবশেষে প্রভু এক ধন্য গ্রামে ৷ রহিলেন পুণ্যবন্ত-ব্রাহ্মণ-অাশ্রমে ॥" (চৈ:ভা:-১/৩)

#যাত্রাপথে_প্রভু ধন্য গ্রাম অর্থাৎ কান্দরা গ্রামে ও পুণ্যবন্ত ব্রাহ্মণ অর্থাৎ মঙ্গল অালয়ে এক রাত্রি বিশ্রাম করেন৷

শ্রীচৈতন্যদেব মঙ্গল বৈষ্ণবের ভক্তি প্রেমে মুগ্ধ হয়ে #ঠাকুর" উপাধি দান করলেন ৷ সেই হতে মঙ্গল বৈষ্ণব হলেন মঙ্গল ঠাকুর৷ শ্রীচৈতন্যদেব মঙ্গল অালয়ে যে স্থলে বিশ্রাম করেছিলেন অাজও কান্দরা গ্রামে সেই স্থলটি গৌরাঙ্গডাঙ্গা নামে বিদ্যমান ৷

#শ্রীচৈতন্যোত্তর যুগে এই কান্দরা গ্রাম বৈষ্ণব সাধন ভজনের পীঠস্থানে পরিণত হয়েছিল ৷ কারণ এই গ্রামেই শ্রীচৈতন্যোত্তর বৈষ্ণব কবি জ্ঞানদাস, শশীশেখর, গোকুলানন্দ, চন্দ্রশেখর, প্রভৃতি পদকর্তাগণ জন্মগ্রহণ করেছিলেন ৷ অাজ এই বৈষ্ণব পদরেনু ধন্য গ্রামটি জ্ঞানদাসের নাম অনুসারে "#জ্ঞানদাস_কান্দরা" নামে পরিচিত ৷

(সূত্র "সংকীর্তন" পত্রিকা)

#জয়_শ্রীগৌহরি"

 
 
 

*#ময়নাডালে_মহাপ্রভু!*

*(#পর্ব_২)*


*#পথে_পথে_একসময় নৃসিংহদেব এসে পৌঁছলেন বীরভূম জেলার এই ময়নাডাল গ্রামে, তখন গ্রাম বলতে জঙ্গলে-ভরা মাত্র কয়েকজন বসবাসকারী ৷* এখানের পথের দিক নির্দেশ তাঁর প্রভুর ইচ্ছায়ই যেন পূর্বনির্ধারিত , তা নাহলে কোথায় বর্ধমান জেলার রাজুর গ্রাম, যা কাটোয়ার সংলগ্ন একটি গ্রাম, তাছাড়াও গঙ্গার তীরবর্তী সেইসব অঞ্চল স্বয়ং মহাপ্রভুর লীলাক্ষেত্র ও বৈষ্ণবজনের পীঠস্থান৷ সেসব অঞ্চলে গ্রামে গ্রামে মন্দিরে মন্দিরে মহাপ্রভুর আরাধনা হয়, খোল-করতাল নিয়ে নামে মাতোয়ারা সেই সব ভূমি ৷ সেই সব পূণ্য ভূমি এড়িয়ে নৃসিংহবল্লভ এলেন বন-জঙ্গল অধ্যুষিত এই রাঢ় অঞ্চলে, কিন্তু কেন ?

#কারণ_স্বয়ং_মহাপ্রভু যে এই পথে এখান পর্যন্ত এসেছিলেন—

"তবে গৌরচন্দ্র সন্ন্যাসীর চূড়ামণি ৷ চলিলা পশ্চিম-মুখে করিয়া হরিধ্বনি॥ প্রভু বোলে "বক্রেশ্বর আছেন যে বনে ৷ তথাই যাইমু মুঞি থাকিমু নির্জনে॥"

(চৈ : ভা :-৩/০১)


#মহাপ্রভুর_স্বপ্নাদেশে পরম বৈষ্ণব শ্রীনৃসিংহবল্লভ মিত্র ঠাকুর প্রতিষ্ঠিত এই ঠাকুরবাড়ি ৷ এই ঠাকুরবাড়ি বৈঞ্চবদের পদধূলিতে ধন্য, স্বয়ং মহাপ্রভুর লীলাভূমি ৷ নৃসিংহবল্লভ তাঁর প্রাণের ঠাকুর শ্রীশ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর স্বপ্নাদেশে বিগ্রহ প্রতিষ্ঠা করে নিত্য সেবা আরম্ভ করলেন ৷

#শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর যখন বক্রেশ্বর দর্শন ও রাঢ়দেশ ভ্রমণের উদ্দেশ্যে কাটোয়া থেকে যাত্রা শুরু করেন—

"দিন-অবশেষে প্রভু এক ধন্য গ্রামে ৷ রহিলেন পুণ্যবন্ত-ব্রাহ্মণ-আশ্রমে॥ (চৈ : ভা :-৩/০১)

#এই_যাত্রাপথে মহাপ্রভু ধন্যগ্রাম কান্দরাগ্রামে যে পুণ্যবন্ত ব্রাহ্মণ অর্থাৎ মঙ্গল আলয়ে বিশ্রাম করেন ৷ শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু সেই মঙ্গল বৈষ্ণবের ভক্তি প্রেমে মুগ্ধ হয়ে ঠাকুর উপাধি দান করেন, সেই থেকে মঙ্গল বৈষ্ণব হলেন *#মঙ্গল_ঠাকুর*৷



*( এটি ১৩৯৬ সালে "সংকীর্তন" পত্রিকায় প্রকাশিত মঙ্গল ঠাকুরের বংশধর আমাদের গুরুদেব শ্রীগোলকবিহারী ঠাকুরের লেখা থেকে জানা যায়)*


শ্রীগোলকবিহারী ঠাকুরের এই লেখাটির বিশেষ গুরুত্বও আছে দুটি বিষয়ে যেমন— প্রথমতঃ মহাপ্রভু এই পথে পরিভ্রমন করেছিলেন এবং দ্বিতীয়তঃ শ্রীনৃসিংহবল্লভের জন্মকাল ৷ মহাপ্রভু যদি মঙ্গল ঠাকুরের আতিথ্যে একরাত্রি মঙ্গল ঠাকুরের বাড়িতে থাকেন, তাহলে মঙ্গল ঠাকুর মহাপ্রভুর সমসাময়িক, আবার মঙ্গল ঠাকুর যদি নৃসিংহবল্লভকে দীক্ষা দেন, সেক্ষেত্রে নৃসিংহবল্লভ মঙ্গল ঠাকুর প্রকট থাকাকালীনই জন্মেছিলেন ৷ সুতরাং বলা যেতেই পারে নৃসিংহবল্লভের জন্ম শ্রীচৈতন্য মহাপ্রভুর সময় পরিধির খুবই কাছাকাছি ৷

*(#জয় মহাপ্রভু)*



(ময়নাডাল ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত "সংকীর্তন" পত্রিকা ও পারিবারিক খাতার সাহায্য নিয়ে লেখা)"'

 
 
 

"" *#ময়নাডালে_মহাপ্রভু* ""

(#সনৎমিত্রঠাকুর)"


*(#পর্ব_০১)*

*#সর্বসদ_গুণপূর্ণাং_তাং বন্দেফাল্গুন পূর্ণিমাম্ ৷ যস্যাং শ্রীকৃষ্ণচৈতন্যোঽবতীর্ণঃ কৃষ্ণনামভিঃ ॥*


#যে_ফাল্গুনী_পূর্ণিমায় শ্রীকৃষ্ণনামের সঙ্গে শ্রীকৃষ্ণচৈতন্য অবতীর্ণ হয়েছিলেন , সমস্ত সদ্গুণ দ্বারা পরিপূর্ণ সেই ফাল্গুনী পূর্ণিমা ৷


*#হরি_হরি_বোলে_লোক_হরষিত_হৈয়া ৷ জন্মিলা চৈতন্যপ্রভু নাম জন্মাইয়া ॥*

#নাম_জন্মাইয়া- "হরিনাম লোকের মুখে কীর্তন করিয়ে প্রভু নিজে জন্মগ্রহণ করলেন।

যারে দেখে তারে কহে-কহ কৃষ্ণনাম ৷

কৃষ্ণনামে ভাসাইল নবদ্বীপ গ্রাম॥



#পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম ৷ সর্বত্র প্রচারিত হইবে মোর নাম ॥

—তাঁর এই উক্তিও আজ বহুলাংশে বাস্তবায়িত হয়ে উঠতে দেখা যাচ্ছে ৷—"এটিরই এক কণা ফসলরূপ নিম্নোক্ত "নৃসিংহবল্লভ"

~~~~~~~~~~

*#নৃসিংহবল্লভ* ;— কায়স্থ পরিবারে শ্রীকালীচরণ মিত্রের ঔরসে কমলাদেবীর গর্ভে শ্রীনৃসিংহবল্লভের জন্ম ৷ (নৃসিংহবল্লভের জন্ম-১৪৭৮ শকাব্দ , ভাদ্রমাস অষ্টমীর দিন , বিগ্রহ মূর্তির স্থাপন ও সেবা প্রকাশ-১৫১৫,শকাব্দ , আর মহাপ্রয়াণ ১৫৫৫ শকাব্দ নন্দোৎসবের দিন শেষ প্রহরে )


(আবির্ভাব- ১৫৫৬ খ্রিস্টাব্দে। তিরোভাব -১৬৩৩ খ্রিস্টাব্দে। প্রকট কাল ৭৭বৎসর)


*{শকাব্দের সঙ্গে ৭৮ বৎসর যোগ করলেই খ্রিস্টাব্দ হয়}*


*( এবার দেখা যাক-(প্রকট-১৪০৭, অপ্রকট-১৪৫৫-শকাব্দ)

*নিমাইর আবির্ভাব -১৪৮৬-খ্রীষ্টাব্দে,২৭শে ফেব্রুয়ারী। ফাল্গুনী পূর্ণিমায়। সন্ন্যাস গ্রহণ -১৫১০ খ্রীষ্টাব্দে৷ অন্তর্ধান - ১৫৩৩।খ্রীষ্টাব্দের ২৯শে জুন।)*



চৈতন্যমহাপ্রভুর তিরোভাবের ১৫ বৎসর পর শ্রীচৈতন্য ভাগবত রচিত হয়েছিল ৷১৫৪৮ খ্রিস্টাব্দে।

চৈতন্যের গৃহত্যাগের সময় বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল ১৫/১৬ বছরের মতো ৷ চৈতন্য ভাগবৎ রচনার সময় বিষ্ণুপ্রিয়া জীবিত ছিলেন।

কেননা ১৫৩৩ খ্রিস্টাব্দে শ্রীনিবাসাচার্য নীলাচলে যাবার সময় মহাপ্রভুর অপ্রকট সংবাদ পান। নীলাচল থেকে ফিরে আসলে, নরহরি সরকার ঠাকুর শীঘ্র বৃন্দাবনে যেতে আদেশ করেন। খুব সম্ভব এর ২/১ বছরের মধ্যেই শ্রীনিবাস নবদ্বীপ হয়ে বৃন্দাবনে গেছিলেন , এবং যাত্রার পূর্বে তিনি দেবীবিষ্ণুপ্রিয়ার অনুগ্রহ লাভ করেছিলেন৷ আনুমানিক ১৫৩৪/১৫৩৫ খ্রিস্টাব্দে শ্রীনিবাসাচার্য বিষ্ণুপ্রিয়াদেবীর অনুগ্রহ লাভ করেছিলেন।


*বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব ১৪৯৬ খ্রিস্টাব্দে মাঘী শুক্লা পঞ্চমী তিথিতে এবং তিরোভাব ১৫৭৩ খ্রিস্টাব্দের ফাল্গুনী পূর্ণিমা তিথিতে ৭৭ বছর বয়সে অপ্রকট হন।*


#যদি_মঙ্গলঠাকুর চৈতন্যের সমসাময়িক হন, আর ১৫/১৬ বৎসরে নৃসিংহবল্লভ দীক্ষা নেন, তাহলে তখন মঙ্গল ঠাকুরের বয়স হবে ৮৬/৮৭ বছর ৷


*#নৃসিংহবল্লভের জন্মস্থান বর্দ্ধমান জেলার জ্ঞানদাস কাঁদরার নিকটে রাজুর গ্রামে ৷*


কালীচরণ মিত্র এবং দূর্গাচরণ মিত্র দুই ভাই তৎকালীন সমাজের শ্রদ্ধেয় , সন্মানীয় ও ধনবান ছিলেন ৷ তাঁদের দুই ভাইয়ের কোন সন্তান ছিল না ৷ সেজন্য তাঁদের মনে দুঃখও ছিল৷



#শ্রী_কালীচরণ মিত্রের স্ত্রী কমলাদেবী ফল লাভের আশায়, এক পূণ্য তিথির শুভলগ্নে গঙ্গাস্নানে গিয়ে "মা" গঙ্গার কাছে সন্তান কামনা করেন, স্নান কালে গঙ্গার ঘাটে এক ব্রাহ্মণ কমলাদেবীকে তার মনোবাসনা পূর্ণ হবে বলে আশীর্বাদ করেন এবং একটি নৃসিংহ কবচ দিয়ে শরীরে ধারণ করতে বলেন। এক বৎসরের মধ্যে পুত্রবতী হবার আশীর্বাদও দেন, আরও বলেন পুত্রের নাম রাখবে নৃসিংহবল্লভ ও জ্ঞানদাস কাঁদরার মঙ্গল ঠাকুরের কাছে দীক্ষা নিতে বলবে ৷ একথা কমলাদেবী দৈববাণীর মত শুনলেন ৷গঙ্গাস্নান সেরে কমলা দেবী বাড়ী এলেন যথা সময়ে সন্তানের মা-ও হলেন ৷ শিশুর বয়সের সাথে সাথে তাঁর আনমনা ভাব ৷ শুধু গৌর-গৌর বলতেন ৷ আর গৌর হরির কথা শ্রবন,মনন, চিন্তন করতেন ৷


*#নৃসিংহবল্লভের_প্রতি শ্রীকৃষ্ণচৈতন্যের অশেষ কৃপা ৷*

একদিন মঙ্গল ঠাকুর নিজ কাজে রাজুর গ্রামে এসেছেন এমন সময়ে জানতে পেরে ঐ ছেলে মঙ্গল ঠাকুরের কাছে দীক্ষা নেওয়ার কথা জানালেন। ঠাকুর আনন্দিত হয়ে নৃসিংহদেবের বাড়ীতে গিয়ে দীক্ষা দিয়ে নাম দিলেন নৃসিংহবল্লভ ৷ দীক্ষা গ্রহণের পর যেন আরও কৃষ্ণ নামে পাগল হলেন ৷ গৌর-গৌর বলে ঘুরে বেড়াতে লাগলেন নাওয়া খাওয়া ভুলে পরিশ্রান্ত হলে ঘুমিয়ে পড়তেন ৷


*#দিন_অবশেষে_প্রভু_এক_ধন্য_গ্রামে ৷ রহিলেন পুণ্যবন্ত-ব্রাহ্মণ-আশ্রমে ॥* চৈ; ভাগ;

এই সেই ব্রাহ্মণ,মঙ্গল ঠাকুর।


*#ভক্তের_ভগবান_ভক্ত_বাঞ্ছা পূরণের জন্য নৃসিংহবল্লভকে স্বপ্নে দরশন দিলেন।*

স্বপ্নে গৌরসুন্দর বলছেন , তোমাকে আর ঘুরে ঘুরে কেঁদে কেঁদে নাম গান করে বেড়াতে হবে না ৷ আমি রাঢ়দেশ ভ্রমনকালে যেখানে ময়নাবনে অবস্থান করেছিলাম, বক্রেশ্বর এর পশ্চিমে ক্রোশ চার দূরে অতি মনোরম স্থান নিম ও তমাল বৃক্ষে ঘেরা,ঐখানে তুমি আমার বিগ্রহ স্থাপন করে সেবা-পূজা কর।


১৫/১৬ বছর বয়সে যদি নৃসিংহবল্লভ মঙ্গল ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে থাকেন আর ১৫১৫ শকাব্দে সেবা ও বিগ্রহ প্রতিষ্টা করেন তাহলে তিনি নিশ্চয় নবদ্বীপ ,মায়াপুর,কাটোয়া,তথা চারিদিকে সকলকে কৃষ্ণনামে পাগল করে তিনি ঘুরে বেড়িয়েছেন এবং বিষ্ণুপ্রিয়াদেবীদর্শন ও চৈতন্য ভাগবত ও তাঁর পড়ার সুযোগ হয়েছে ৷তাহলে নৃসিংহদেবের ময়নাবনে আসার মূল কারণ স্বপ্নাদেশ বলে দৃঢ় বিশ্বাসে পরিণত হয় ভক্তজনে)

নৃসিংহবল্লভ এই অলৌকিক স্বপ্ন দেখে আনন্দে বিচলিত হয়ে তাঁর জন্মভূমি রাজুর গ্রাম ছেড়ে গৌরহরি গৌরহরি বলে ময়নাবনে পৌঁছলেন ৷ কয়েকদিন পথ পরিশ্রমের ফলে তিনি তমাল বৃক্ষ তলে ঘুমিয়ে পড়লেন ৷ আবারও স্বপ্নাদেশ পেলেন যে,জয়দেবের কাছে সুগড় গ্রামের ভাষ্করকে দিয়ে আমার বিগ্রহ নির্মান করাবে ৷


নৃসিংহবল্লভ ময়নাবনে গৌরসুন্দরের বিগ্রহ স্থাপনের স্থান নিরূপণ করে ভাষ্করের সন্ধানে জয়দেবের নিকটে সুগড় গ্রামের দিকে গেলেন। গিয়ে দেখলেন ভাষ্কর জন্মান্ধ , ভাষ্কর বললেন আপনার গৌরহরি আমার সেবা নেবার ইচ্ছা হলে সকলের মতো আমারও দৃষ্টি শক্তি দেবেন। একথা শুনে মনের দুঃখে তিনি ফিরে এসে গৌরহরি গৌরহরি বলে কাঁদতে কাঁদতে ভাষ্করের চিন্তায় তমাল বৃক্ষের নীচে ঘুমিয়ে পড়লে গৌরহরি স্বপ্নাদেশে তাঁকে বলছেন-তুমি আবার ভাষ্করের কাছে যাও , সে তার অন্ধচোখের দৃষ্টি ফিরে পেয়েছে , আর এদিকে চোখের দৃষ্টি ফিরে পেয়ে আনন্দে পথে পথে নৃসিংহবল্লভকে খুঁজে বেড়াচ্ছেন , নৃসিংহদেবও স্বপ্নাদেশের পর ভাষ্করের খোঁজে সুগড়ের দিকে যেতে যেতে পথিমধ্যে দুজনের দেখা হলে ভাষ্করকে নিয়ে নৃসিংহদেব ময়নাবনে এলেন ৷


কিছু দিনের মধ্যে ভাষ্কর নিম্ববৃক্ষ দ্বারা স্বপ্নদৃষ্ট বিগ্রহ নির্মান করলেন ৷ নৃসিংহবল্লভ ভাষ্করকে বললেন- তুমি মহা ভাগ্যবান, তোমার নিপূণ হাতে নির্মিত ঐ বিগ্রহ বারবার দর্শনেও আশ মেটে না , তুমি ধন্য ৷



নৃসিংহবল্লভ এই বিগ্রহ কুঁড়ে ঘরে প্রতিষ্ঠা করে ভিক্ষার দ্বারা সেবা-পূজা শুরু করলেন ৷ তিনি প্রতিদিন ভিক্ষা করে নিজে হাতে রান্না করে ভোগ দিয়ে ঐ মহাপ্রসাদ উপস্থিত ভক্ত, বৈষ্ণব, এবং দীন-দুঃখী জনের সেবা করিয়ে তিনি শেষে প্রসাদ পেতেন ৷


নৃসিংহবল্লভ আর্তিভরে কীর্তন করতেন ৷

তাঁর কীর্তন শুনে ভক্তেরা তাঁকে #ঠাকুর বলতেন। সেই থেকে তাঁর #ঠাকুর_উপাধি হয়ে যায়।শ্রীনৃসিংহবল্লভ মিত্র থেকে *#শ্রীনৃসিংহবল্লভ মিত্র ঠাকুর !*


(আদিপুরুষ নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর ১৬০০ খ্রীষ্টাব্দের আগে তিনি মঙ্গল ঠাকুরের পৌত্র বদন ঠাকুর, শ্রীখণ্ডের রঘুনন্দন, এবং পদকর্তা জ্ঞানদাস এবং নরোত্তম ঠাকুর বাংলাদেশের খেতুরীতে নিত্যানন্দপ্রভুর সহধর্মিনী "জাহ্নবী" দেবীর সভাপতিত্বে যে ধর্মসন্মেলন হয়েছিল সেই মহোৎসবে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে সকলে মিলিতভাবে কীর্তনের একটি ভিন্ন ধারার প্রচলন করেন ৷ সেটি মনোহরসাহী বলে কথিত ৷ এছাড়াও নৃসিংহবল্লভ কাটোয়া, বনবিষ্ণুপুর,শ্রীখণ্ডের ধর্মসন্মেলনেও উপস্থিত ছিলেন পারিবারিক সূত্রে জানা যায় ৷)


*#নৃসিংহবল্লভ_পদ_কর্তা_ও সুরকার ছিলেন , তিনি যে সুর ও তালে ভজন ও কীর্তন করতেন তাকে "মনোহরসাহী" ঘরানা বলা হত। কারণ এই ময়নাবন তৎকালীন মনোহরসাহী পরগণার অন্তর্গত ছিল ! ময়নাবনে গৌরসুন্দরের সেবা প্রকাশের পর গ্রামটির নাম হল ময়নাডাল ! *(ভক্তজনেরা ময়নাডালধাম বলেন)*

#ময়নাডালের_ঠাকুর বাড়িতে যে পারিবারিক কীর্তনগুলি এখন গাওয়া হয় সেগুলি সবই শ্রীনৃসিংহবল্লভের রচিত ও সুর দেওয়া ৷

#নৃসিংহবল্লভ_রচিত শ্রীসতীশচন্দ্র রায় সম্পাদিত "শ্রী শ্রীপদকল্পতরু" তে একটি পদ—

*#আকাশ ভরিয়া উঠে জয় জয় ধ্বনি ৷ নাচে শিব ব্রহ্মা ইন্দ্র চন্দ্র দিনমণি॥*



*পঞ্চগব্য পঞ্চামৃত শত ঘট জলে ৷ জয় জয় দিয়া কৃষ্ণচন্দ্র-শিরে ঢালে॥ নানা যন্ত্র-বাদ্য গীত দুন্দুভীর রোল ৷ এ তিন ভুবনের লোক বলে হরিবোল॥ কলরব মহোৎসব জগত বেড়িয়া৷ কান্দে হাসে প্রেমে ভাসে ভূমিতে পড়িয়া॥ অখিল-ব্রহ্মাণ্ড-নাথ নন্দের নন্দন ৷ নরসিংহ দেব মাগে চরণে শরণ॥* (প্রকাশ থাকে যে নরসিংহবল্লভ ও নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর বৈষ্ণব পদাবলীতে দুটি ভনিতাতে বেশ কিছু পদ আছে যার মধ্যে ময়নাডালের নৃসিংহবল্লভ রচিত যে পদগুলি গাওয়া হয় তার ভনিতা 'নরসিংহ ও নৃসিংহ' ৷


"" #কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রীশচন্দ্র মজুমদার-কর্তৃক সম্পাদিত "পদরত্নাবলী" গ্রন্থটি হতে শ্রীনৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের দুটি পদ—


"(সুহিনী")

নব নীরদ নীল সুঠাম তনু ৷

ঝলমল(করে) মুখ চাঁদ জনু ॥

শিরে কুঞ্চিত কুন্তল বন্ধ ঝুঁটা ৷

ভালে শোভিত গোময় চিত্রফোঁটা॥

অধরোজ্জ্বল রঙ্গাম বিম্বু জিনি ৷

গলে শোভিত মোতিম হার মণি॥

ভুজঙ্গিত অঙ্গদ মণ্ডলয়া ৷

নখচন্দ্রক গর্ব্ব বিখণ্ডয়া ॥

হিয়ে হার ধরু নখরত্নে জড়া ৷

কটিকিঙ্কিণী ঘাঘর তাহে মোড়া॥

পদে নূপুর বক্ষরাজ সুশোভে ৷

থলপঙ্কজ বিভ্রমে ভৃঙ্গ লোভে ॥

ব্রজবালক মাখন লেই করে ৷

সরে খাওত দেওত শ্যামকরে॥

বিহরে নন্দনন্দন এ ভবনে ৷

পদসেবক দেব নৃসিংহ ভণে ॥



"(ভাটীয়ারী)"

মরি বাছা ছাড় হে বসন ৷

কলসী উলাইয়া তোমারে লইব এখন ॥

মরি তোমার বালাই লইয়া ,

আগে আগে চল ধাইয়া

ঘাঘর নূপুর কেমন বাজে শুনি ৷

রাঙ্গা লাঠি দিব হাতে ,

খেলাইও শ্রীদামের সাথে

ঘরে গেলে দিব ক্ষীর ননী ॥

মুই রইনু তোমা লইয়া ,

গৃহকর্ম্ম গেল বইয়া

তোরে ইবে কেমন উপায় ৷

কলসী লাগিল কাঁখে ,

ছাড় রে অভাগী মাকে

হোর মেঘ ধরলী পিয়ার ॥

মায়ের করুণা ভাষ ,

শুনিয়া ছাড়িল বাস

আগে আগে চলে ব্রজ রায় ৷

কিঙ্কিনী কাছনি ধ্বনি ,

অতি সুমধুর শুনি

রাণী বোলে সোনার বাছা যায়॥

ভুবন মোহিয়া উরে ,

আঙ্গুলের নখ বরে

সোনায় বান্ধিয়া খোপা তায় ৷

ধাইয়া যাইতে পিঠে ,

অধিক আনন্দ উঠে

নরসিংহ দাসে গুণ গায় ॥

~~~~~~~


*"তুমি গদাধরের প্রাণ, আমার গৌরাঙ্গ হে ৷ তুমি আমার জাতি জীবনধন, আমার গৌরাঙ্গ হে ৷ তুমি এই নৃসিংহের প্রাণ গৌরাঙ্গ হে ॥"*



চৈতন্য-প্রভাবিত কীর্তনগানে মনোহরসাহী ঘরানার চর্চাকেন্দ্র ময়নাডালের মিত্র ঠাকুর পরিবার, (পরে আরও বিস্তারিত আলোচনায় যাব ) প্রায় পাঁচশত বৎসর পূর্বে বর্দ্ধমান জেলার রাজুর গ্রাম হতে আসা কাঁদরার মঙ্গল ঠাকুরের শিষ্য,জমিদার কালিচরণ মিত্রের পুত্র নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর ময়নাডাল গ্রামে প্রতিষ্ঠা করেন শ্রীমন্মহাপ্রভুর বিগ্রহ-সেবাপূজা ও মনোহরসাহী কীর্তন ঘরানার চর্চাকেন্দ্র যা বাংলার কীর্তন ও কীর্তনীয়া গ্রন্থে সাহিত্যরত্ন মহাশয় উল্লেখ করেছেন-"কাঁদরা, ময়নাডাল ও শ্রীখণ্ড মনোহরসাহী কীর্তনের তিন প্রধান কেন্দ্র ৷ চৈতন্যসেবা প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি ময়নাডালের মিত্র ঠাকুর পরিবারের বংশধরগণ মহাপ্রভুর নিত্য সেবারতি নামযজ্ঞ চালিয়ে আসছেন ৷ এই বংশে বড় বড় খ্যাতনামা কীর্তনীয়ার আবির্ভাব ঘটেছে এই বংশে এই ধারাটিকে অর্থাৎ "কীর্তনগানের এই ঘরানাটিকে চারি শতাব্দির অধিককাল ময়নাডালের নৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের বংশধরগণ অবিকৃত ও অবিচ্ছন্নভাবে বয়ে নিয়ে চলেছেন ৷ অতীতে এই মিত্র ঠাকুর পরিবারের বহু গায়ক,বাদক সারা ভারতবর্ষের বিভিন্নপ্রান্তে কীর্তনগান পরিবেশন করে বাংলার এই অমূল্য সম্পদ ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন ৷ এখানে দুটি বড় উৎসব হয় মহাপ্রভুর জন্মতিথিতে দোলে নৃসিংহবল্লভ রচিত হোলির দিন এই গানটি গেয়ে-

"

আজ হোলি খেলব শ্যাম তোমারই সনে ৷ একলা পেয়েছি তোমায় নিধু বনে ॥ সামালো হে বনমালী আজ ভাঙবো তোমার নাগরালী ৷ কুমকুম মারিব তোমার ঐ বাঁকা নয়নে॥ গ্রাম পরিক্রমা করে ভক্তজনের সঙ্গে হোলি খেলা হয় ও শ্রীকৃষ্ণের জন্মতিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী , মথুরা বৃন্দাবনে যখন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে উৎসব মুখর হয়ে ওঠে সেই সময় ময়নাডালও মেতে ওঠে নৃসিংহদেবের রচনা ও সুর দেওয়া কীর্তনের আনন্দোৎসবে—

"তুমি গদাধরের প্রাণ, আমার গৌরাঙ্গ হে ৷ তুমি আমার জাতি জীবন ধন, আমার গৌরাঙ্গ হে ৷ তুমি এই নৃসিংহের প্রাণ, আমার গৌরাঙ্গ হে॥" হাজার হাজার ভক্তের সমাগম হয় মহাপ্রভুর মন্দির প্রাঙ্গনে মহাপ্রসাদও গ্রহণ করেন ৷ সারারাত ধরে চলে কীর্তনগান, পরেরদিন পালিত হয় নন্দোৎসব ! নন্দোৎসবের দিন গানের শেষে নৃসিংহবল্লভ রচিত ও সুর দেওয়া প্রার্থনার এই গানটি গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়—

*"শচীর নন্দন নাথ দয়া কর মোরে হে ৷ এই কৃপা কর প্রভু যেন তোমায় না পাশরি হে ৷ যেখানে তোমার যাত্রা মহোৎসব নাই হে ৷ ইন্দ্রলোক হইলেও ,তাহাও নাহি চাই হে ৷ যেখানে সেখানে যেন জন্মিয়া না মরি হে ৷কুক্কুর করিয়া রেখো নিজ ভক্ত ঘরে হে ॥"*


#সাহায্যকারী পত্র ও পত্রিকা :—

#ময়নাডাল ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত "সংকীর্তন" পত্রিকা ,(বৈষ্ণবতীর্থ কীর্তনপীঠ ময়নাডাল,-নন্দলাল মিত্র ঠাকুর রচিত ),মালঞ্চ পত্রিকা এবং পারিবারিক সূত্রের সাহায্য নিয়ে লেখা ৷

ক্রমশঃ......

 
 
 
Be Inspired
International Mula Gaudiya Sampraday Trust 

Write Us

For Any Assistance Or  Query Please Email Or Call To Us

Imgaudiyas@gmail.com

+918439217878

Vrindavan,Uttar Pradesh, India

  • Facebook
  • Facebook
  • YouTube Social  Icon
  • Whatsapp social icon
  • YouTube Social  Icon
  • Twitter Social Icon
  • instagram social icon
  • Facebook Social Icon

Success! Message received.

bottom of page