রাধাভাবে ভোরা গোরা ৷ "(#পর্ব_০৯_চলবে )"
- sanatmitrathakur
- Nov 25, 2020
- 1 min read
রাধাভাবে ভোরা গোরা ৷
"(#পর্ব_০৯_চলবে )"
"#বিদ্যাপতি_ও_তাঁর_পদাবলী—
*#মিথিলার_রাজা শিব সিংহের সভাকবি বিদ্যাপতি ছিলেন-মহাভক্ত, মহাভাবুক , মহাপ্রেমিক এবং ব্রজলীলার রসবিৎ মহাকবি ! বিদ্যাপতির সুললিত পদাবলী বৈষ্ণব সাহিত্যে এক অমূল্য সম্পদও বটে !*
#তাঁর_পদাবলীতে
কামগন্ধবর্জিত ব্রজভাবের এক মহা সামগ্রী ৷ তিনি তাঁর পদাবলীতে রূপে-রসে শ্রীরাধাকৃষ্ণের প্রেম যে তুলে ধরেছেন তা চিরনতুন, চির মধুর এবং চিরসুন্দর !
#যেমন—
"শ্যাম সুন্দর এ বাটে আএল
তেঁ মোরি লাগল আঁখি ৷
আরতি আঁচর সাজি না ভেলে
সভে সখীজন সাথী ॥
কহ কি মো সখি কহ হি মো
কত এ তাহারি বাসা ৷
দূরহ দুগুণ এড়ি মঞে আরও
পুন দরশন আশা ॥
কি মোরা জীবনে কি মোরা যৌবনে
কি মোরা চতুরাপণে ৷
মানে বানে মুরছিলা অছঞো
সহঞো জীব অপনে ॥
আধপদে যো ধরতে মোর দেখ
নাগর-জন-সমাজে ৷
কঠিন হৃদয় ভেদি না ভেলে
যাঁও রসাতল লাজে ॥
সুরপতি পাত্র লোচন মাগঞো
গরুড় মাগঞো পাখী
নন্দেরি নন্দন মঞে দেখি আবঞো
মন মনোরথ রাখি ॥"'
"#এই_পদটিতে
কৃষ্ণরূপে চিরমুগ্ধা ও আত্মসমর্পিতা শ্রীরাধিকাদেবী কৃষ্ণবিরহের চরমতম বেদনা প্রকাশ করে অসহায় অবস্থায় শ্রীরাধা সখীদের নিকট গভীর মর্মবেদনা প্রকাশ করছেন ৷"
"#তাই_গম্ভীরায়_রাধাভাবে
ভাবিত মহাপ্রভু বিদ্যাপতির ছন্দময় বিরহ আর্তির সহিত নিজেকে একাকার করে উন্মাদের মত বারম্বার স্বরূপ দামোদর ও রামানন্দ রায়দের কাছে এই পদটি শুনিতে চাইতেন ৷"
"#বিদ্যাপতির_পদাবলী
ব্রজবুলি ভাষাতে হলেও ,
বাংলাভাষীরা বিদ্যাপতির পদগুলির সুমধুর রস আস্বাদন করতে পারেন। তাই এটি বাংলা সাহিত্যের মহাসম্পদ রূপে স্থান করে নিয়েছে ৷





Comments