"(#পর্ব_নয়_পোষ্ট_২৬/৩৭)"
- sanatmitrathakur
- Dec 30, 2020
- 1 min read
"(#পর্ব_নয়_পোষ্ট_২৬/৩৭)"
#গৌরচন্দ্রিকার_পদগুলি_যেমন
ভাবগর্ভ এর তাল ও সুরও তেমনি গুরুগম্ভীর ৷ কীর্তনের মধ্যে সর্বাপেক্ষা বিলম্বিত তালগুলি গৌরচন্দ্রিকায় প্রযোজ্য ৷ রাগরাগিণীর কলা-কৌশল দেখাবার পক্ষেও গৌরচন্দ্রিকা প্রশস্ত ৷ সঙ্গীত হিসাবে কীর্তনের যে গৌরব তা বহু পরিমাণে গৌরচন্দ্রিকার উপর নির্ভর করে ৷
কাব্যের দিক দিয়েও গৌরচন্দ্রিকাগুলি অতি সুললিত ভাবগর্ভ কবিতা ৷ এরকম ভাবসমৃদ্ধ কবিতা বাঙলাভাষায় বেশী দেখা যায় না ৷ হয়ত ভাবসমৃদ্ধ কবিতাগুলো বুঝতে কিছু বিলম্ব হয়, কিন্তু বুঝতে পারলে তা থেকে অপূর্ব রসের অাস্বাদন লাভ করা যায়,সেগুলো যত নিংড়ানো যায়,ততো মধু নির্গত হয় ৷ যথা;—
"কো কহ অপরূপ
প্রেম-সুধা-নিধি
কোই কহত রসমেহ ৷
কোই কহত ইহ
সোই কলপতরু
মঝু মনে হোয়ত সন্দেহ॥
পেখলু গৌরচন্দ্র অনুপাম ৷
যাচত যাক মূল নাহি ত্রিভুবনে
ঐছে রতন হরিনাম ॥
যো এক সিন্ধু বিন্দু নাহি যাচত
পরবশ জলদ-সঞ্চার ৷
মানস অবধি রহত কলপতরু
কো অছু করুণা অপার ॥
যছু চরিতামৃত শ্রুতি পথে সঞ্চরু
হৃদয় সরোবর পূর ৷
উমড়ই নয়নে অধম মরুভূমহি
হোয়ত পুলক অঙ্কুর॥
নামহি যাক সব তাপ মিটই
তাহে কি চাঁদ উপাম ৷
ভন ঘনশ্যাম দাস নাহি হোয়ত
কোটী কোটী এক্ ঠাম॥
#অপরূপ;- কেউ বলেন শ্রীগৌরাঙ্গসুন্দর অপরূপ, নিধি;- প্রেমসুধার সমুদ্র, মেঘস্বরূপ;-অাবার কেউ বলেন গৌরাঙ্গসুন্দর প্রেম ভক্তির মেঘস্বরূপ,কেননা তিনি অবিরল অশ্রু বাদলের সৃষ্টি করেন ৷কল্পতরু;- অাবার কেউ বলেন যে এই পৃথিবীতে সেই কল্পতরুই অাবির্ভূত হয়েছেন ৷ মঝু;-কিন্তু অামার মনে সন্দেহ হয় এর কোনটিই মহাপ্রভুর যোগ্য তুলনার স্থল নয়৷
অনুপাম;- অামি দেখলাম গৌরাঙ্গসুন্দর তুলনাহীন ৷
ত্রিভুবনে;- কারণ ত্রিভুবনে যার মূল্য নাই, হরিনাম;- এমন যে হরিনাম-রত্ন তা তিনি, যাচত;-যাচিয়া সাধিয়া অাপামরকে বিলিয়ে দেন ৷ রতন;- যে রত্ন অত্যন্ত দুর্মূল্য, কেউ তা কখনও কাউকে দান করে না ৷ ত্রিভুবনে;-
কিন্তু অামার গৌরসুন্দর ত্রিভুবনে মূল্য নাই যার এমন রত্ন নয়নজলে বুক ভাসিয়ে কাতর ভাবে সেধে সেধে সকলকে বিতরণ করেন ৷ এঁর তুলনা কোথায় ? সেজন্যই বলছি যে, অনুপাম;- গৌরসুন্দর অনুপাম ৷
জয় মহাপ্রভু ৷ ক্রমশঃ
Comments