UA-199656512-1
top of page

চাটুকারিতা ও সত্যবাদী কে সুখি? ?

Updated: Sep 17, 2020





বড় মিষ্টি লাগে চাটুকারিতা ৷ একবার যখন চাটুকারিতা তথা মিথ্যা প্রসংসা শুনিবার অভ্যাস লাগিয়া যায় তখন স্বার্থী, ধূর্ত ব্যক্তির হাত হতে বাঁচা কঠিন হয়ে পড়ে ৷ চাটুকার লোকগুলি নিজের স্বার্থের জন্য বড় হতে বড় বিদ্বানকেও মূর্খ বানিয়ে কার্য্য হাসিল করে নেয় ৷ আশ্চর্য্যের বিষয় বড় হতে বড় ধুরন্ধর বিদ্বানগণও এদের মিথ্যা প্রসংশার বশীভূত হয় তথা এদের বাক্যে বিশ্বাস করে ৷

চাটুকর লোকেরা সত্যমিথ্যার ধার ধারে না ৷ অসত্য হোক বা সত্য নিজ স্বার্থে তারা যে কোন পক্ষই অবলম্বন করে ৷ তাদের উদ্দেশ্য কেবল নিজ স্বার্থ ৷৷ চাটুকরের সহিত মিত্রতা বা শত্রুতা দুটোই করা অনুচিত এতে কেবল নিজের হানি হয়ে থাকে ৷



চাটুকারিতা তথা পক্ষপাতিত্ব এমনই একটি ক্যান্সার ব্যধির মত রোগ যেটা সত্যের পক্ষে থাকতে দেয়না ৷ ব্যক্তি যদি অসৎ কার্য্য করে তথাপি চাটুতর ব্যক্তি অসৎ ব্যক্তিরই পক্ষ নিবে ৷


এই জগতে সবচাইতে হেয় যদি কেহ হয় সে হল সত্যবাদী ৷৷ প্রতি পদে পদে সত্যবাদী মানুষকে তাচ্ছিল্য করা হয়, সবসময় বিপদে থাকতে হয়, প্রাণের ভয় থাকে, সম্বন্ধে বিচ্ছেদের সম্ভবনা প্রচুর থাকে , কারণ সত্যবাদী মানুষগুলি কোনদিনও অন্যায়ের সাথে আপোস করেনা, যে কোন পরিস্থিতি হউক না কেন তারা সব সহ্য করেই সত্যের পক্ষে থাকে ৷ আর সত্যের জয় সুনিশ্চিত ৷ ইহ জগতে সত্যবাদীর জীবন কেবল কষ্টকর তথা দুর্গম হতে দুর্গম ৷৷

 
 
 

Comments


Be Inspired
International Mula Gaudiya Sampraday Trust 

Write Us

For Any Assistance Or  Query Please Email Or Call To Us

Imgaudiyas@gmail.com

+918439217878

Vrindavan,Uttar Pradesh, India

  • Facebook
  • Facebook
  • YouTube Social  Icon
  • Whatsapp social icon
  • YouTube Social  Icon
  • Twitter Social Icon
  • instagram social icon
  • Facebook Social Icon

Success! Message received.

bottom of page