UA-199656512-1
top of page

#কলির নাটকবাজী

Updated: Jun 25, 2020


ree
  1. #কলির নাটকবাজী ৷ এই দুধের বাচ্চা তাকে নাকি বেশ দিয়ে বাবাজী করা হয়েছে ৷ এই সব নাটকবাজি পায় কোথায় এরা? এই শিশু এখন কিছুই বোঝেনা না , না এ অধিকারী, তথাপি এসব নাকটবাজি কেন? সমাজের কিছু পাগলাচার্য্যদের জন্য এই অবস্থা, কোন বিচার বিবেচনা ছাড়ায় নিজের ইচ্ছা মত কাজ করে এরা যত্তসব কলির ভণ্ড বাটপার ৷ #এই বয়সে উচিত পড়াশুনা এবং যথার্থ শাস্ত্র শিক্ষা এবং বেদাদি শিক্ষা গ্রহনের কিন্তু তা না করে বাবাজী করে দিল ৷ কি জ্ঞানে বাবাজী করল একে? যে করছে সে ব্যক্তিই অবশ্যই শাস্ত্রা মানেনা নিজের মনগড়া সিদ্ধান্ত নিয়ে চলে ৷ যত্তসব পাগলাচার্য্য এদের জন্যই ধর্মের এ হেন অবস্থা ৷ কদিন পর এই ছেলেই ভাণ্ডারা খেয়ে বেড়াবে আর জীবনটা নষ্ট করবে ৷ এই সব পাগলামি যারা করে তাদের আজকাল অনেক বাহবা ৷ সাধারণ লোক যে কবে বুঝবে যে এই সমস্ত লোকগুলি কেবল ধর্মনিয় ব্যবসা শুরু করে দিয়েছে ৷ গুরুব্যবসার মত বৃহৎ কোন ব্যবসা নেই ৷ এখানে অর্থকে ডিপোজিট করতে হয় না শুধুই প্রফিট ৷ সাধারন মানুষের বোঝা উচিত ধর্ম কোন খেলা নয় ৷ বাবাজীর বেশটা কোন খেলা নয় যে যাকে তাকে ধরে দিয়ে দিলাম ৷ শাস্ত্র একটি সুনির্দিষ্ট বয়স নির্ধারন করেছে এর জন্য, অথবা বেদ, বেদাঙ্গ,পূর্বজন্মজন্মান্তরের সৎকর্মের দ্বারা এর অধিকারী হয় ৷ যারা এর অধিকারী হয় বাল্যকালেই তাদের সমস্ত জ্ঞান প্রাপ্ত,তথা সমস্ত জ্ঞানের অধিকারী হয় ৷ সকলের এটা জানা উচিত যে ভক্তির মাধ্যে গূঢ়রূপে জ্ঞানও বিদ্যামান থাকে ৷ তাই সে ভক্তি ও জ্ঞানের পূর্ণাধিকারী হয় ৷ তাই তাকে যাই জিজ্ঞাসা করা হোক সে অবশ্যই সক্ষম হবে উত্তর দিতে ৷ কিন্তু আজকালের ভণ্ড, পাগলাচার্য্য, অশাস্ত্রজ্ঞ,মূর্খশিরোমণিগুলির পিছে লোক দৌড়াছে এবং তাদের চরণেই লুটিয়ে পড়ছে ৷ আজকাল কোন কোন গুরু বলছে আমি ওমুকের দর্শন পেয়েছি তমুক আমাকে দর্শন দিয়েছে আর ভক্তরা পাগলের মত বিশ্বাস করে যাচ্ছে, ওরে মূর্খ একবার ভাব যে ভগবৎ দর্শনের কথা কেউ কখনও বলে না ৷ একমাত্র শ্রেষ্ঠ অন্তরঙ্গকেই বলা যায় এটি ৷ কিন্তু আজকাল তো মাইক লাগিয়ে বলে বেড়াচ্ছে কলির ভণ্ডগুলি এসব ৷ আর কি বলব একসাথে দুচারশো ভক্ত বসিয়ে দীক্ষানুষ্ঠান এসব কোন শাস্ত্রে আজে বা কোন মহাজনের সিদ্ধান্ত? এসব ভণ্ড বাটপার গুলি থেকে সাবধান হোন ৷ আজকাল এসব ভণ্ড,ভূলভাল বকে বেড়ানো লোকগুলিই হল কর্ণধর যার জন্য ধর্মের এ অবস্থা ৷ আবার এমন অনেক জগৎগুরু প্রেমদাতা আজকাল দেখা যারা নিজের পরিবারকে আজও ঠিক করতে পারেনি, অথচ জগতের গুরু প্রেমদাতা নিতাই এর সমতুল্য বলে নিজেকে জ্ঞান করে, বলি কিসের প্রেমদাতা হে বাপু তুমি ? আত্মবৎ সর্বভূতেষু যিনি হয়েছেন, সামান্য কীটকেও যিনি সন্মান প্রদান করেন তিনিই একমাত্র চরাচরের গুরু ৷ বাকি সব নাটকবাজ ভণ্ড ৷ পিতার পাগড়ি পরে নিলেই পুত্র পিতা হয়ে যায় না ৷ কেউ যদি ভাবে আমি অমুক তমুক আমার বাবা এই সেই তবে তাকে খুলে স্পষ্ট বলুন বয়ম্ অমৃতস্য পুত্র ৷ আমরা ভগবানের সন্তান যতটা আপনার অধিকার ততটা আমারও ৷ যে জীবকে সন্মান দিতে জানেন না কেবল নিতে জানে সে কোন দিনই সৎগুরু নয় সে কেবল বাটপার ৷ এসব নাটক চলবে কলি যুগে আর এই নাটকবাজ লোকগুলিই ধর্মভীরু মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে খেয়ে যাবে ৷ অধিক আর কি বলব, সতর্ক হোন ৷


জয় শ্রীরাধে

Comments


Be Inspired
International Mula Gaudiya Sampraday Trust 

Write Us

For Any Assistance Or  Query Please Email Or Call To Us

Imgaudiyas@gmail.com

+918439217878

Vrindavan,Uttar Pradesh, India

  • Facebook
  • Facebook
  • YouTube Social  Icon
  • Whatsapp social icon
  • YouTube Social  Icon
  • Twitter Social Icon
  • instagram social icon
  • Facebook Social Icon

Success! Message received.

bottom of page