প্রকৃত মহাপুরুষ কে ?
- চাণক্য পণ্ডিত ।। चाणक्य पण्डित
- Jun 17, 2020
- 1 min read
Updated: Sep 19, 2020

যাঁহারা ভগবদ বার্ত্তা বহন করিয়া আমাদের মধ্যে আগমন করেন, তাঁহারাই সাধুমহাপুরুষ । যাঁহারা আমাদের মত মায়াবদ্ধ বিষয়গর্তে নিপতিত জীবের প্রতি করুণা করিয়া ভগবৎ কথামৃত পান করাইয়া সুশীতল করেন এবং ভগবৎ তত্বোপদেশে মায়ার শৃঙ্খল শিথিল করিয়া দেন ও ভগবদ্ ভক্তি প্রদানের জন্য ব্যাকুলিত হইয়া উঠেন, সেই নির্হেতু পরম কৃপাবান সজ্জনগণই প্রকৃত মহাপুরুষ
コメント